ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও ওয়্যারলেস স্পোর্ট নেকব্যান্ড ইয়ারবাডস।
ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও- এর এই নেকব্যান্ড স্টাইল ইয়ারফোনে রয়েছে ১৮ ঘণ্টার ব্যাটারি লাইফ।
ভারতে আইকিউওও ওয়্যারলেস স্পোর্ট নেকব্যান্ড ইয়ারবাডসের দাম ১৭৯৯ টাকা।
ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং আইকিউওও ইন্ডিয়ার ই-স্টোর থেকে এই ইয়ারফোন কেনা যাবে।
এই ইয়ারফোন IPX4 রেটিং প্রাপ্ত এবং জল ও ঘামের ক্ষেত্রে রেজিসট্যান্ট ডিভাইস।