ব্রেকফাস্টে অনেকেই ফ্লেভার্ড দই খান। কিন্তু এটা কি স্বাস্থ্যকর?
ফ্লেভার্ড দইয়ের মধ্যে নানা ধরনের রাসায়নিক পণ্য থাকে।
পাশাপাশি এতে চিনির পরিমাণ অনেক বেশি।
এগুলো শরীরের পক্ষে আদতে ক্ষতিকর।
ফ্লেভার্ড দইয়ের বদলে সাধারণ টক দই খান।