বেশিরভাগ বাড়িতে সকলে রাত্রে ঘুমিয়ে পড়লেও অন থাকে Wi-Fi।

আনলিমিটেড ডেটা পাওয়া যায়, ফলে সারাদিন নেট সার্ফিং করতে বাধা থাকে না।

রাতে অপ্রয়োজনে Wi-Fi রাউটার চালু রাখা কিন্তু বেশ ঝুঁকির কাজ।

স্লিপ সায়েন্স বিশেষজ্ঞরা বলেন, রাতে Wi-Fi বন্ধ করে রাখাই উচিত।

বেশি সময় Wi-Fi-এর সংস্পর্শ মানুষের মনে রাখার ক্ষমতা কমে যায়।

Wi-Fi নেটওয়ার্কে ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়।

এই কারণে আলজ়াইমার রোগের আশঙ্কাও বাড়ে।