পকোড়া, শিঙাড়া হোক বা পিৎজা সস ছাড়া চলে না

অনেকেই আছেন পরোটা বা রুটিও সস ছাড়া খেতে পারেন না

যে কোনও মুখরোচক খাবার মানেই সঙ্গে সস থাকবেই

টমেটোর সঙ্গে নুন, নানা রকম মশলা, চিনি এবং সিরাপ দিয়ে তৈরি করা হয় সস

সসের মধ্যে ক্যালোরির পরিমাণ অনেকটা বেশি থাকে, এতেই দেখা যায় উচ্চরক্তচাপের মত সমস্যা

ডায়াবেটিস, ফ্যাটি লিভারের মত সমস্যাও আসতে পারে সস খেলে

হজমের সমস্যা থাকলেও সস এড়িয়ে যাওয়া ভাল