হিমালয়ান সল্টের অপর নামই গোলাপী বা পিঙ্ক স্লট। এই নুনের রঙ হালকা গোলাপি রঙের হয়।
উত্তর পাকিস্তানের পর্বতশ্রেণীকে সল্ট রেঞ্জ বলা হয়। যেখানে প্রচুর পরিমাণে এই ধরনের নুন পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, এই হিমালয়ান সল্টে প্রায় ৯০ ধরনের খনিজ বিদ্যমান। একটি পাত্রের মধ্যে গোলাপি নুন মিশিয়ে নিন।
এই মিশ্রণ প্রতিদিন এক চা চামচ করে নিয়ে এক গ্লাস জলে মিশিয়ে ঘুম থেকে উঠেই পান করুন।
শ্বাসযন্ত্রের যে কোনও সমস্যা পিঙ্ক সল্ট ব্যবহার করলে উপকার পাওয়া যায়। একে ইনহেলার সল্ট-ও বলা হয়।
বুকে সংক্রমণ ও অ্যালার্জি প্রতিরোধেও এই নুনের উপকারিতা সাধারণ নুনের থেকে অনেক বেশি।