গরমে ঘামের হাত থেকে বাঁচতে অনেকেই ট্যালকম পাউডার ব্যবহার করেন।
ট্যালকম পাউডার অত্যধিক আর্দ্রতা ও ঘাম শুষে নিতে সাহায্য করে।
কিন্তু সুগন্ধ যুক্ত এই ট্যালকম পাউডার ত্বকের জন্য খুব বেশি উপকারী নয়।
ট্যালকম পাউডার ব্যবহারের ফলে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। এর জেরে ঘামচির সমস্যা দেখা দেয়।
অতিরিক্ত পরিমাণে ট্যালকম পাউডার ব্যবহারের ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।
ট্যালকম পাউডার যদি ভুলবশত চোখের সংস্পর্শে আসে, তাহলে চোখ জ্বালা ও লাল হতে যেতে পারে।
বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, এই ট্যালকম পাউডার ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে।