এই বছর দুর্গা পুজোতে দুটো ছবি মুক্তি পায় ইশা সাহার।
দুটো ছবিই বক্স অফিসে ব্যবসা করেছে ভাল।
দুটোর ছবিতেই তাঁর ছিল পাশের বাড়ির মেয়ে ইমেজ।
ছবি হিট হওয়ার আনন্দ এবার হট লুকে করেছেন ফটোশুট।
হলুদ পোশাকের এই শুটে তাঁকে বেশ লাগছে ভক্তদের। কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে তা।
পুজোর পর তাঁকে ছবির পাশাপাশি পাওয়া যাবে ডিজিটাল মাধ্যমেও।
ইন্দু রূপে আবার ফিরছেন সিজিন ২ নিয়ে ইশা।