সনাতন ধর্মে উপাসনাকে গুরুত্ব দেওয়া হয়। হিন্দু ধর্মে পুজো-পার্বনের সময় বেশ কিছু নিয়ম রয়েছে।

তবে অনেকসময় তাড়াহুড়োয় পুজোর প্রস্তুতি নেওয়ার সময় হাত থেকে ফসকে মাটিতে পড়ে যায়।

জ্যোতিষশাস্ত্র মতে, এমন ঘটনাকে অশুভ বলে মনে করা হয়।

পুজোর সময় কোন কোন জিনিস হাত থেকে পড়ে গেলে তা অমঙ্গলের ইঙ্গিত দেওয়া হয়, তা জেনে নিন...

পুজোর সময় সিঁদুর হাত থেকে পড়লে তা অশুভ। মনে করা হয়, পরিবার বা স্বামী এতে সমস্যার সম্মুখীন হন।

তবে মাটিতে সিঁদুর পড়লে কখনও ঝাড়ু দেবেন না। কাপড় দিয়ে তুলে জলে ভেসে যেতে দিন।

পুজোর সময় ভগবানে যে ফুল নিবেদন করছেন, সেই ফুল যেন কখনও মাটিতে পড়ে না।

মাটিতে পড়ে যাওয়া ফুল দিয়ে কখনওই ভগবানের পুজো করবেন না। তাতে অশুভ বলে মনে করা হয়।

অনেকসময় পুজোর সময় হাত থেকে বা থালা থেকে প্রসাদ পড়ে যায়। জ্যোতিষশাস্ত্রে তা অশুভ বলে মনে করা হয়।

তবে প্রসাদ পড়ে গেলে সঙ্গে সঙ্গে কপালে তুলে নিতে পারেন।

পুজোর সময় প্রদীপ নিভে যাওয়াও ঠিক নয়। পুজোর সময় প্রদীপ জ্বালাবার আগে হাত জোড় করে নিন, তারপর পুজোয় মন দিন।