প্রচণ্ড গরমে ত্বকে সংক্রমণের মাত্রা বেড়ে যায় দ্বিগুণ। এই সময় ঘাম ও জীবাণুর কারণে ত্বকে চুলকানি দেখা দেয়।
আরাম পেতে অনেকেই পাউডার ব্যবহার করেন। তাতে সাময়িক শান্তি মেলে।
কিন্তু স্থায়ী সমাধান পাবেন কীভাবে? মেনে চলুন এই ৪ উপায়...
চন্দনের গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে পেস্ট বানান।
সেই পেস্ট প্রলেপ দিন, তারপর ধুয়ে নিন। ত্বকের সংক্রমণ কমে যায়।
ত্বকের চুলকানি দূর করতে ১ চামচ করে বেকিং সোডা ও লেবুর রস নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।
ত্বকের চুলকানির স্থানে লাগিয়ে ১০ মিনিট বসুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।
নারকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেশন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।
যে কোনও ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে নিমপাতা। ত্বকে চুলকানির সমস্যায় পেস্ট ব্যবহার করলেই উপকার পাবেন।
নিমপাতা ধুয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন, তারপর শুকিয়ে গেলে ধুয়ে নিন।