বর্ষাকাল এলেই চুলের সমস্যা বাড়ে। চুল উঠতে থাকে।

চুলের যত্ন নিতে এই মরশুমে কলার সাহায্য নিন।

কলার মধ্যে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, আয়রন ও ম্যাগানিজ।

এছাড়া কলা হল পটাশিয়ামের সমৃদ্ধ উৎস, যা চুলের খেয়াল রাখে।

রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা নিমেষে দূর করে দেয় কলা।

চুলের বৃদ্ধিতে সাহায্য করে পাকা কলা। এমনকী চুলকে জোগায় পুষ্টি।

শুষ্ক স্ক্যাল্পে আর্দ্রতা প্রদান করে কলা। পাশাপাশি খুশকির সমস্যা দূর করে।

চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে কার্যকর কলা।

কলার হেয়ার মাস্ক বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন।