জে.ডি চক্রবর্তী। দক্ষিণের এই অভিনেতার প্রথম ছবি 'শিবা'।
তেলেগু আর হিন্দি দুই ভাযাতেই তৈরি হয় 'শিবা'
তবে তাঁকে বলিউডে পরিচিতি দেন রাম গোপাল ভর্মা। ছবির নাম 'সত্যা'।
২০১২ সালে রাম গোপালের 'ভূত রির্টানস' ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে
আবার তিনি ফিরছেন আয়ুষ্মান খুরানার সঙ্গে 'অনেক' ছবিতে।