জাবরা এলিট ৪ অ্যাক্টিভ, ভারতে লঞ্চ হয়েছে এই নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারয়াবাডস।
ভারতে এই ইয়ারবাডসের দাম ১০,৯৯৯ টাকা।
এক বার চার্জ দিলেই এই ইয়ারবাডস ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে পারে এবং তার সমগ্র রানটাইম ২৮ ঘণ্টা।
অ্যামাজন এবং ফ্লিপকার্ট ও সংস্থার অফিশিয়াল সাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
এই ইয়ারবাডসের মোট তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে – কালো, মিন্ট এবং নেভি।