নুন ও হলুদ মাখিয়ে কাতলা মাছের টুকরোগুলো ১৫মিনিট রেখে দিন। কাঁচালঙ্কা ও সর্ষে বেটে নিন।

সর্ষের তেলে মাছগুলো কড়া করে ভেজে তুলে রাখুন। আলু কেটে ভেজে নিন।

মাছ ভাজার তেলেই ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কার গুঁড়ো ও অল্প জল দিন।

মিশ্রণটি ভাল করে জ্বাল দিয়ে এতে কাঁচা লঙ্কা ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন।

মিশ্রণটি ভাল করে কষিয়ে নিয়ে এতে স্বাদমতো নুন ও পরিমাণমতো জল দিন।

জল ফুটে উঠলে এবার এতে সর্ষে বাটা এবং ভেজে রাখা মাছ দিয়ে দিন।

কম আঁচে ৫-৬ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের আলু দিয়ে ঝাল।