জাহ্নবী কাপুর গুঞ্জন সাক্সেনা, মিলি, জেরি চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে নিজের একটি জায়গা তৈরি করেছেন।
'ধড়ক' ছবি দিয়ে করেন কেরিয়ার শুরু। প্রথম ছবিতেই নিজের একটা ছাপ রেখে গিয়েছিলেন তিনি।
তা সত্ত্বেও তাঁকে প্রথম দিন থেকে মা শ্রীদেবীর সঙ্গে তুলনা করা হয়। সেই নিয়ে আপত্তি নেই তাঁর।
এমনতি মায়ের মতো সুন্দর আর প্রতিভাময়ী নন তিনি, নিজেই তা বলেন।
তবে কঠোর পরিশ্রমের মাধ্যে দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা তৈরি করতে চান তিনি।
একের পর এক নানা ধরনের চরিত্রে অভিনয় করে সেই চেষ্টাকে দর্শকদের সামনে তুলে ধরছেন।
তবে তার মাঝে এই তুলনার চাটুকতা আর ভাল লাগছে না তাঁর। এমনটাই সদ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাহ্নবী।