আইপিএল ১৫ শুরুর আগে জেসন রয়ের সরে দাঁড়ানোটা বেশ ধাক্কা দিয়েছে নতুন দল গুজরাত টাইটান্সকে। বর্তমানে তাঁর বদলি খুঁজতে হবে হার্দিকদের।

বায়ো-বাবল ক্লান্তির কারণেই আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়।

গুজরাতে শুভমন গিল ছাড়া জেসন রয়ই ছিলেন ওপেনিংয়ে বড় ভরসা। ফলে তাঁর অনুপস্থিতিতে গুজরাতকে বিকল্প ব্যাটার বেছে নিতে হবে।

এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস যখন রয়কে ১.৫ কোটি টাকায় কিনেছিল, তখনও তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ওপেনার হিসেবে বাংলার ঋদ্ধিমান সাহার কথা ভাবতে পারে গুজরাত। ঋদ্ধির অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন হার্দিকরা। এ বারের নিলামে তাঁকে ১.৯ কোটি টাকা দিয়ে কিনেছে গুজরাত।

২.৪ কোটি টাকায় কেনা অজি উইকেটকিপার-ব্যাটার ম্যাথু ওয়েডও রয়ের বিকল্প হতে পারেন গুজরাতে।

টাইটান্সরা ক্রিস লিনকেও জেসন রয়ের বিকল্প হিসেবে দেখতে পারে। মুম্বই ও কলকাতার হয়ে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই অজি ব্যাটারের। টি-২০ ক্রিকেটে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন লিন।

পল স্টার্লিংও গুজরাতের একটি বিকল্প হতে পারেন। আয়ারল্যান্ডের ওপেনার তাঁর বিগ-হিটিংয়ের জন্য পরিচিত। পলের আক্রমণাত্মক ভঙ্গি গিলকে ওপেনিং স্লটে যোগ্য সঙ্গ দিতে পারে।

কিউয়ি ওপেনিং ব্যাটার মার্টিন গাপ্টিল এ বারের নিলামে কোনও দল পাননি। তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ। ফলে রয়ের বদলি হিসেবে নতুন কোনও ক্রিকেটার নিলে, গুজরাত গাপ্টিলের ব্যাপারে ভেবে দেখতে পারে।