এ বারের আইপিএলে চোটের কারণের নেই ভারতের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরা।

৫ বারের মুম্বই ইন্ডিয়ান্স জসপ্রীত বুমরাকে ছাড়াই আজ আইপিএল যাত্রা শুরু করবে।

নীতা অম্বানি মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন। সদ্য সস্ত্রীক বুমরা NMACC গালা ইভেন্টে গিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বুমরার স্ত্রী সঞ্জনা নিজের ও জসপ্রীতের সেই ইভেন্টে যাওয়ার ছবি শেয়ার করেছেন।

বুমরা-সঞ্জনার NMACC ইভেন্টে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

NMACC ইভেন্টে যাওয়ার ফলে ট্রোলারদের নিশানায় এ বার জসপ্রীত বুমরা।

ট্রোলারদের বক্তব্য, চোটের বাহনা দিয়ে IPL এ না খেলে স্ত্রীর সঙ্গে মজা করছেন বুমরা।

আদতে বিষয়টি তেমন নয়। সত্যিই বুমরা চোটের কারণেই আইপিএলে নেই। দিনকয়েক আগে নিউজিল্যান্ডে তাঁর অস্ত্রোপচার হয়েছে।