আজ জয়া বচ্চনের শুভ জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় জয়াকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক-অমিতাভ।
বলিউডে পা রাখার পর থেকেই সকলের নজর কাড়েন জয়া।
সিনেমায় কম দেখা গেলেও তাঁর অভিনয় দক্ষতার কোনও তুলনা হয় না।
তাঁত-সিল্কের প্রতি রয়েছে দুর্বলতা। যে কোনও অনুষ্ঠানেই শাড়ি বা চুরিদারকে প্রাধান্য দেন তিনি।
সাধারণ সাজই তাঁর পছন্দ। শাড়ি-সালোয়ারেই বেশি দেখা গিয়েছে তাঁকে।
ভারতীয় পোশাকে তাঁর নানান লুক বেশ নজরকাড়া।