4G ফোনের জগতে রীতিমতো ঝড় তুলেছে JioPhone Next।
এবার 5G স্মার্টফোন নিয়ে আসছে Reliance Jio।
Jio 5G Smartphone-এর দাম হতে পারে মাত্র 8,000 টাকা।
তাই যদি হয় তাহলে Jio-র 5G ফোনটি ভারতের সবথেকে সস্তার 5G হ্যান্ডসেট হবে।
ফিচারের দিক থেকে 6.5 ইঞ্চির HD ডিসপ্লে থাকবে।
4GB RAM + 64GB স্টোরেজ থাকতে পারে।
পারফরম্যান্সের জন্য থাকবে স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর।
পিছনে 13MP এবং সামনে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হবে।