এবার থেকে প্রতি মাসে 299 টাকা খরচ করতে হবে Jio পোস্টপেইড গ্রাহকদের।
আগের 199 টাকা প্ল্যানের দাম বাড়িয়ে 299 টাকা করেছে Jio।
হঠাৎই প্ল্যানের দাম 100 টাকা বাড়ছে, এখন সংস্থার Entry-Level প্ল্যান।
এই প্ল্যান ছিল Jio-র সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান।
এই প্ল্যানে আগের প্ল্যানের তুলনায় বেশি সুবিধা রয়েছে বলে দাবি করা হয়েছে।
নয়া প্ল্যানে পাবেন 30GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও রোজ 100 SMS।
Jio সিনেমা, Jio টিভি, Jio ক্লাউড ইত্যাদি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।