হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দিয়ে সকলের মন জিতেছে Jio।
মাত্র পাঁচ মাসে ভারতের অধিকাংশ শহরে 5G নেটওয়ার্ক চালু করে দিয়েছে সংস্থাটি।
তবে এসবের মধ্যেই Jio এখন নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে।
সম্প্রতি OpenSignal-এর একটি নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে।
1 ডিসেম্বর (2022) থেকে 28 ফেব্রুয়ারি (2023)-র মধ্যে Jio গ্রাহকরা দ্রুততম ডাউনলোড স্পিড পেয়েছেন।
3 মাস সময়ে Jio-র 4G নেটওয়ার্ক থেকে 22.5 MBPS ডাউনলোড স্পিড পেয়েছেন গ্রাহকরা।
Jio True 5G নেটওয়ার্ক থেকে 315.3 MBPS ডাউনলোড স্পিড মিলেছে।