একলাফে পাঁচটি প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম বাড়াল জিও। 

জিওর এই পাঁচটি প্রিপেড রিচার্জ প্ল্যানেই এক বছরের জন্য ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যায়। 

আগে ৪৯৯ টাকায় সবচেয়ে কমে জিওতে ডিজনি+হটস্টারের এক বছরের সাবস্ক্রিপশন পাওয়া যেত। এখন সেটাই বেড়ে হয়েছে ৬০১ টাকা।

৬৬৬ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান বেড়ে হয়েছে ৭৯৯ টাকা। 

৮৮৮ টাকার প্রিপেড প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ১০৬৬ টাকা। ২৫৯৯ টাকার প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৩১১৯ টাকা। ৫৪৯ টাকার ডেটা অনলি প্ল্যানের খরচ বেড়ে হয়েছে ৬৫৯ টাকা।