জিওর ২৫৪৫ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে যুক্ত হয়েছে অতিরিক্ত ভ্যালিডিটি।
আগে এই প্ল্যানের ৩৩৬ দিন মেয়াদ ছিল। তবে এখন তা বেড়ে হয়েছে ৩৬৫ দিন। অর্থাৎ ২৯ দিন ভ্যালিডিটি বেড়েছে এই প্ল্যানের।
জানা গিয়েছে, সীমিত সময়ের জন্য এই মেয়াদ বৃদ্ধির প্ল্যান চালু থাকবে। পরিষেবা আগের মতোই পাওয়া যাচ্ছে।
এখন জিওর ২৫৪৫ টাকার প্ল্যানে ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও রয়েছে দৈনিক ১০০ এসএমএস ও আনলিমিটেদ ভয়েস কলের সুবিধাও।
জিওটিভি, জিওসিনেমা, জিওক্লাউড এবং জিওসিকিউরিটির সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই প্ল্যানে।