JioCinema-র প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য কাস্টমারদের 999 টাকা খরচ করতে হয়।
এর মাধ্যমে ব্যবহারকারীরা জিওসিনেমা-র প্রিমিয়াম শোয়ের অ্যাক্সেসও পেয়ে যান।
পাশাপাশি প্ল্যানটিতে Voot-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে।
এখন এই প্ল্যানই কাস্টমারদের 6 মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হচ্ছে।
এই অফার পেতে আপনাকে JioCinema অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে গিয়ে Voot সাবস্ক্রিপশনের ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে দিতে হবে।
Voot মেম্বারশিপের পেমেন্ট প্রুফের ডিটেলস দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।