দু'-তিনদিনের মধ্যে ভারতে জিওফোন নেক্সটের বিক্রি শুরু হতে চলেছে বলে শোনা গিয়েছে। 

মুম্বইয়ের রিলায়েন্স ডিজিটাল স্টোরের এক প্রতিনিধি নিশ্চিতভাবে জানিয়েছেন যে, জিওফোন নেক্সটের স্টক বিক্রির জন্য তৈরি রয়েছে।

কিন্তু আগাম রেজিস্ট্রেশন না থাকলে এই ফোন কেনা যাবে না। অর্থাৎ জিওফোন নেক্সট কিনতে হলে আগে থেকে রেজিস্ট্রেশন করাতেই হবে। 

হোয়াটসঅ্যাপ অথবা জিওর ওয়েবসাইটে গিয়ে এই জিওফোন নেক্সট কেনার জন্য রেজিস্টার করতে পারবেন গ্রাহকরা।

এই ফোন আদৌ অনলাইনে কেনা যাবে কি না, তা এখনও জানা যায়নি। অনলাইন জিও স্টোর থেকে জিওফোন নেক্সট কেনার কোনও অপশন এখনও রাখা হয়নি।