জিওফোন নেক্সট ভারতের সবচেয়ে সস্তা ফোন নয়। এর থেকেও কম দামে রয়েছে স্যামসাং গ্যালাক্সির ফোন।
স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম জিওফোন নেক্সটের থেকে কম।
ইএমআই ছাড়া জিওফোন নেক্সটের দাম ধার্য হয়েছে ৬৪৯৯ টাকা।
স্যামসাংয়ের এই ফোনের দাম ৪৯৯৯ টাকা, যা জিওফোন নেক্সটের তুলনায় ১৫০০ টাকা কম।
এই দুই ফোনেই প্রায় একই ধরনের ফিচার রয়েছে। কিন্তু জিওফোন নেক্সটের তুলনায় স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর ফোনের দাম কম।