দক্ষিণের ছবি ‘সীতা রমন’-এ যীশু সেনগুপ্ত অভিনয় করেছেন।
বাংলা, হিন্দির গণ্ডি ছাড়িয়ে তিনি নিজের জায়গা দক্ষিণেও করছেন।
এনটিআর: কথানায়কুড়ু (২০১৯) ছবি দিয়ে শুরু করেছিলেন দক্ষিণের পথযাত্রা।
গত তিন বছরে একাধিক দক্ষিণের ছবিতে কাজ করেছেন তিনি।
কোভিড পরিস্থিতি পরও দক্ষিণী পথায় ছেদ পড়েনি।
চিরঞ্জীবি মতো বর্ষীয়ান অভিনেতা থেকে ডুলকর সলমনের মতো এখনকার তারকা সকলের সঙ্গে কাজ করছেন তিনি দক্ষিণী ছবিতে।
হিন্দি বলয়ে কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও ‘মনিকর্ণিকা’ ছবিতে অভিনয় করেন তিনি।