ইনস্টা প্রোফাইলে নাম সৌর্য ভট্টাচার্য। তবে দর্শকের কাছে তিনি পরিচিত জন নামেই।

এই মুহূর্ত ওমি আগওয়াল রূপে ‘মিঠাই’ পরিবারের ত্রাস।

কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে।

টেলিভিশনে প্রথম কাজ ২০১৩ সালে ‘বোঝে না সে বোঝে না’ দিয়ে।

তারপর অনেক কাজ করলেও পরিচিতি ‘রিমলি’ সিরিয়াল দিয়ে। মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি।

দেব অভিনীত ‘গোলন্দাজ’ছবিতে দেবের বন্ধুর চরিত্রে দ্বিতীয় লিডে অভিনয় করেন তিনি।

মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন জন।