বিশ্বের প্রাচীনতম বাসিন্দা হিসেবে জোনাথনকেই বেছে নেওয়া হয়েছে।

গোটা দুনিয়ার ইতিহাস বহনকারী এই কচ্ছপ এখন সাধারণ মানুষের চোখের মণি।

দক্ষিণ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপের এই বাসিন্দা হল সেশেলস জায়ান্ট টরটয়েজ।

১৮৮২ সালে সিসিলিস থেকে তাকে সেন্ট হেলেনায় আনা হয়েছিল। তারপর থেকে সেটাই তার ঠিকানা।

১৯০তম জন্মদিন উপলক্ষ্যে আলোয়, ফুলে সেজে উঠেছিল এই সুন্দর দ্বীপটি।

এই ১৯০ বছরে বেঁচে থাকার পিছনে রয়েছে কঠিন ডায়েট। এই বয়সেও জোনাথনের মন যৌবনের মতই ফুরফুরে।

জোনাথনের বাসস্থান এখন এই দ্বীপরাষ্ট্রের গভর্নরের বাসভবন।