মাহেশের রথযাত্রার সঙ্গী মেগা ধারাবাহিক 'জয় জগন্নাথ' -এর নিমাই-বিষ্ণুপ্রিয়া।
বিপুল পাত্র এবং তিতিক্ষা দাস করছেন নিমাই-বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয়।
মাহেশের রথে পুজো দিয়ে ভোগ খেলেন দুই জনে।
তাঁদের দেখার জন্য, একটু ছুঁয়ে দেখার জন্য ভিড় জমে যায়।
রথ উপলক্ষে ধারাবাহিকে নিমাই পুরীধামে। সেখানে সকলকে রথের চাকা ছুঁতে দেওয়া হচ্ছে না। সেই অরাজকতা দূর করতেই নিমাই হাজির সেখানে।