৩০ বছর পার করলেন বলিউডে কাজল।

১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমা দিয়ে শুরু।

মাঝে ব্রেক। আবার ফিরে স্বমহিমায়।

নিজেক সোশ্যাল মিডিয়াতে রাখেন সবসময় সক্রিয়।

সম্প্রতি তিনি সপ্তাহের সাত দিনের সাত মুডের ছবি ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।

তাঁর এক্সপ্রেশন নিয়ে কথা হবে না।

তাঁর সপ্তাহ শুরু হয় শুক্রবার থেকে। নিজেই তা লিখেছেন।