ইশা দিওয়ান, ৯০-এর দশকে তার এক নতুন রূপে অবতার। ২৫ বছর পর ইশা আবার নতুন অবতারে।
ইশা চরিত্রের অভিনেত্রী কাজল। ২৫ বছরের হয়ে গেল সেই ছবি।
আজও তিনি কতটা ফিট তার যেন নমুনা দিচ্ছেন।
২৫ বছরের সেলিব্রেশনে হাজির ছিলেন কাজলের জীবন ববি দেওলও।
সাহিলরূপী ববিকে পেতেই একসময় ইশা খুনী হয়ে ওঠে। ১৯৯৭ সালে মুক্তি পাওযা এই ছবিতে কাজল ইশা চরিত্রটি সকলকে অবাক করে দেন।