৫ অগস্ট ছিল কাজলের জন্মদিন।
৪৮-এ পা দিলেন অজয় ঘরণী।
কাজল সব সময় মজা করতে ভালবাসেন। হ্যাপি গোয়িং মানুষ।
জন্মদিনের দুই দিন পর তিনি একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি নিজের সদ্য হওয়া উপলব্ধি ভাগ করেছেন।
সঙ্গে রয়েছে ক্যাপশন। যাতে লেখা, বয়স বৃদ্ধির সঙ্গে তিনি আরও হটার আর স্মার্টার হচ্ছেন।
আর এটা তিনি হচ্ছেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। সেটাও জানিয়েছেন।
জন্মদিনের সেলিব্রেশনের জন্য তিনি তাঁর টিম ‘কে’-কে ধন্যবাদ জানাতেও ভোলেননি।