৬৭ বছর বয়সি এই অভিনেতার ফিটনেস ট্রিকস জানলে চোখ উঠবে কপালে!
পরিচালক লোকেশ কানারাজের সেটে ইনক্লাইন পুশ-আপ দিয়েছেন ২৬টি!
একটি বেঞ্চের মতো উঁচু, সমতল পৃষ্ঠে হেলান দিয়ে ঢেকে পুশ-আপ করা যেতে পারে।
নতুনরা এই অনুশীলনটি তিনটি সেটে ১০ বার করতে পারেন।
ইনক্লাইন পুশ-আপগুলি বুকের পেশীগুলিকে শক্তিশালী করে তোলে। বাহু এবং কাঁধের চাপ কমিয়ে বুকের পেশীগুলিকে মজবুত করে।