মধ্য বয়সি চার মহিলার গল্প নিয়ে নতুন ছবি ‘যাঁহা চার ইয়ার’।

কেন এমন একটি বিষয় নিয়ে সিনেমা করছেন পরিচালক কমল পাণ্ডে?

জনপ্রিয় সিরিয়াল ‘না আনা ইস দেশ মেরি লাডো’, কিংবা ‘সাহেব, বিবি অউর গুলাম রিটার্নস’ ছবির লেখক কমল এই ছবি দিয় প্রথমবার পরিচালনা করছেন।

কেন তিনি এমন একটা বিষয় বেছে নিলেন প্রথম ছবির জন্য, সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, সকলে এখনকার জেনারেশনের কথা ভেবে ছবি তৈরি করেন।

কিন্তু কেউ মধ্যবয়সি মহিলাদের, বিশেষত যাঁরা গৃহবধু তাঁদের নিয়ে সিনেমা তৈরি করতে চান না।

অথচ এই মানুষগুলোই পরিবারে সকালে সবার আগে ওঠেন, ঘুমোতে যান সবার শেষে। মাঝে একটু সময় ছোটবেলার বন্ধুদের সঙ্গে মোবাইলে সুখ-দুঃখের গল্প করেন। এটাই তাঁদের জীবনের রিলিফ।

মুখ্য এই চারজনের চরিত্রে অভিনয় করছেন, স্বরা ভাস্কর, মেহের ভিজ, পুজো চোপড়া, শিখা তালসানিয়া।