‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির পর আবার করণ জোহরের সঙ্গে জুড়ছেন।

করণ জোহর গতকাল জানিয়েছিলেন তিনি আজ রক্তাক্ত কিছুর ঘোষণা করবেন।

তিনি টাইগারের সঙ্গে নতুন ছবি ‘স্ক্রু ঢিলা’ করছেন। যার টিজার নিয়ে এলেন আজ।

টাইগারের নতুন ছবির টিজারে পরতে পরতে সামনে এল তাঁর চরিত্র

টিজার বলছে কেন করণ রক্তাক্ত ঘোষণার কথা বলেছিলেন।

নিরীহ থেকে অ্যাকশন হিরো তিনি।

ছবিতে এখনও নায়িকাকে দেখানো হয়নি, তবে খবর বলছে রশ্মিকা মনদানার সঙ্গে তাঁকে দেখা যাবে।