‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে রণবীর সিং এবং আলিয়া ভাটকে পরিচালনা করার সুযোগ তিন স্টার কিডের।
করণ জোহর এই প্রথম নয়, এর আগেও অনেক অভিনেতাকে তাঁর সহকারী হিসেবে কাজের সুযোগ দেন। পরে তাঁরা অভিনেতা হন তাঁর সিনেমাতে।
সইফ-অমৃতা পুত্র ইব্রাহিম আলি খান করণের ছবিতে সহকারী পরিচালক। তাঁকেও কি ডেবিউ করাবেন করণ পরবর্তীকালে?
মাধুরী দীক্ষিতের বড় ছেলে অরিন নেনেও এই ছবিতে কাজ করছেন সহকারী হিসেবে।
বাবা শ্রীরাম নেনের মতো ডাক্তারি পেশা নয়, মা মাধুরীর মতো সিনেমা জগতকে বেছে নিলেন অরিন।
মালাইকা-আরবাজের ছেলে আরহান খান। তিনিও সিনেমা জগতের অংশ হলেন করণের ছবি দিয়ে।
বাবা, কাকা সলমন খানের প্রযোজনা নয়, তিনিও সহকারী হিসেবে কাজ শুরু করলেন করণ জোহরের সঙ্গে।