কার্তিক আরিয়ান কবে কৃতি শ্যাননকে প্রোপজ করবেন, সেই খবর প্রকাশ্যে।
২০২৩ সালের ভ্যালেন্টাইনে কার্তিক এই কাজটি করবেন।
তবে অন নয়, অফস্ক্রিনে, হ্যাঁ কথা হচ্ছে এই দুই জুটির দ্বিতীয় ছবি 'শেহজাদে'-এর।
যবে থেকে কার্তিক-কৃতী একসঙ্গে শুটিং করেছেন, তবে থেকেই ভক্তরা তাঁদের পর্দায় কবে দেখবেন, সেই খবরের আশা ছিলেন।
'লুকা ছুপি' ছবির পর আবার দুইজনের পর্দার রসায়ন দেখার আগ্রহে ভক্তকুল। সঙ্গে আশা বাস্তবেও যদি তাঁরা ডেট করতেন!