সম্প্রতি কার্তিক আরিয়ানকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কীসে গর্বিত হন।
যার উত্তরে কার্তিক বলেছিলেন যে তিনি গর্বিত যে তিনি ব়্যাপিড-ফায়ার শোগুলোর মধ্যে জনপ্রিয়।
ভক্তরা অনুমান করছেন যে কফি উইথ করণ-এর শোতে এসে সারা জানিয়েছিলেন তাঁর ‘এক্স’ সকলের ‘এক্স’। এটা তারই জবাব।
এছাড়াও রণবীর সিং এই শোতে এসে করেছিলেন মিমিক্রি কার্তিককে নিয়ে। সব কিছুর জবাব খুব কৌশলে দিয়েছেন কার্তিক।
করণের শো থেকে শুরু হয়েছিল কার্তিক-সারা প্রেম। যা এইবারের শোতেও উল্লেখ করেন করণ।
তবে ‘লাভ আজ কাল ২’ ছবি ফ্লপের পর সেই সম্পর্ক শেষ হয়ে যায়।