গঙ্গার জল ঘরে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। খুলে যায় মুক্তির দুয়ারও।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, গঙ্গা অত্যন্ত পবিত্র, তাই এক ডুবেই সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়।

রোজ সন্ধ্যের সময় মূল দরজা ও ঘরের চারিদিকে ছিটিয়ে দিলে ঘরে পজিটিভ এনার্জি বয়ে নিয়ে আসে।

চাকরিক্ষেত্রে অসুবিধা! বাড়ির উত্তর-পূর্ব দিকে গঙ্গাজল রাখুন। তাতে বাস্তুদোষ কেটে যাবে দ্রুত।

প্রতিদিন গঙ্গার জল পান করলে দীর্ঘজীবী হওয়া যায়। মানসিক বিকাশ ও হজমের শক্তি বাড়ায়।

হিন্দুধর্ম মতে, শিবলিঙ্গে প্রতিদিন গঙ্গাজল নিবেদন করলে মহাদেব দ্রুত প্রসন্ন হন।

সোমবার শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করে জলাভিষেক করুন। তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করেন ভগবান শিব।

গঙ্গাজল কখনও প্লাস্টিকের জারে বা বোতলে রাখবেন না। অপবিত্র বলে মনে করা হয়।