বাড়িতে গীতা রাখেন, কিন্তু এই নিয়মগুলি মানেন না?
মোক্ষলাভ করতে মোক্ষদা একাদশীর দিন বাড়িতে রাখুন শ্রীমদ ভাগবত গীতা!
বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা রাখার কিছু নিয়ম অবশ্যই জেনে নিন।
হিন্দুধর্মে বেদ ও পুরাণের শ্রীমদ ভাগবত গীতা প্রধান ও অন্যতম।
অনেক বাড়িতেই গীতাকে পুজোর স্থানে রাখা হয়। প্রতিদিন গীতা পাঠ করার ও বাড়িতে গীতাকে সঠিকভাবে রাখার নিয়ম রয়েছে।
সময়ে সময়ে ঘর পরিষ্কার করতে থাকুন। বিশেষ করে গীতা যেখানে রাখা হয়েছে সেখানে পরিচ্ছন্নতা ও পবিত্রতার দিকে খেয়াল রাখুন।
যে ঘরে শ্রীমদ ভাগবত গীতা রাখা আছে সেখানে জুতা ও চপ্পল পরে যাবেন না।
স্নান না করে কখনও গীতা স্পর্শ করবেন না। জন্ম ও মৃত্যুর সময় ব্যবহৃত সূতকের সময় গীতা স্পর্শ করবেন না।