দেশের প্রায় লক্ষাধিক মন্দির, আর প্রতিটি মন্দিরকে কেন্দ্র রয়েছে নানা কাহিনি। ভারতীয়দের বিশ্বাস অনুসারে, সেগুলি প্রায় অলৌকিক স্তরেও চলে যায়।
সেই অলৌকিক মন্দিরগুলির পিছনে রয়েছে নানা ঘটনা। তার মধ্যে বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলির সঙ্গে সর্পদেবতা বা সাপের গভীর সম্পর্ক রয়েছে।
দেশে এমন এক মন্দির রয়েছে যেখানে দরজা খুললেই বিষাক্ত সাপের কামড়ে বিষক্রিয়া নিমেষে নেমে যেতে পারে। এমন বিশ্বাস রয়েছে স্থানীয়দের।
স্থানীয়দের বিশ্বাস, সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে এই মন্দিরে নিয়ে এলে বিষের প্রতিক্রিয়া কেটে যেতে পারে। এই কুসংস্কারের মধ্যে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
কীভাবে বিষের ক্রিয়া নেমে যায়, তা এখনও জানা যায়নি। এই মন্দির একটি নয়, দেশের বেশ কিছু জায়গায় রয়েছে, তা জেনে নেওয়া প্রয়োজন।
উত্তরপ্রদেশের বালিয়ায় রামজিৎ বাবার নামে এমন একটি মন্দির রয়েছে, যেখানে এক চিমটে সাপের বিষ থেকে বিষধরের বিষ নেমে আসে।
বিহারের বিষরায় স্থাপিত আদি শক্তির মন্দিরেরও রয়েছে এই বিশ্বাস। সাপে কামড়ানো ব্যক্তিকে এখানে আনা হলে মন্দিরে আসার সঙ্গে সঙ্গে বিষ চলে যায়।
উত্তরাখণ্ডের জৌনসার বাওয়ার গ্রাম সুরেউ-তেও রয়েছে সর্প দেবতার বিশেষ আশীর্বাদ রয়েছে। এই মন্দিরে পূজা-অর্চনা করলে অনেক সুখ-সমৃদ্ধি আসে, ইচ্ছাপূরণও হয়।