বর্ষায় নুন গলে যায়। অনেক সময় আর্দ্রতার কারণে নুন জমাট বেঁধে যায়।
চেষ্টা করুন এয়ার-টাইট কৌটোর মধ্যে নুন সংরক্ষণ করার।
ঠান্ডা, অন্ধকার এবং শুষ্ক জায়গায় নুন সংরক্ষণ করুন।
এই উপায়ে যদি কাজ না হয়, তাহলে মেনে চলুন সহজ টোটকা।
নুনের কৌটোর মধ্যে কয়েকটা চালের দানা রেখে দিন।
আর্দ্রতা দূর করতে কৌটোর মধ্যে কফি বিনও রাখতে পারেন।
কয়েকটা গোটা লবঙ্গও রেখে দিতে পারেন নুনের কৌটোর মধ্যে।