আর বেশি সময় নেই। আগামী ২৬ জানুয়ারি পালিত হবে সরস্বতী পুজো।  ওই দিন দেশে পালিত হবে প্রজাতন্ত্র দিবস।

সরস্বতীর জন্ম নিয়ে নানান পৌরাণিক কাহিনি রয়েছে। অনেকে বলেন, তিনি ব্রহ্মার কন্যা। আবার অনেকে বলেন, তিনি ব্রহ্মার স্ত্রী!

একটি হাতে জল, অন্য হাতে জপমালা, একটি হাতে পুস্তক ও অন্য হাতে বীণা। এই প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ আছে।

জল হল শুদ্ধতার প্রতীক। পুস্তক হল বেদের কারক। জপমালা আধ্য়াত্মিকতার কারক। বীণা সঙ্গীতের কারক।

দেবীর বাহন হংস বা হাঁস। হাঁস কেন বাহন? হাঁস এমন একটি প্রাণী যা জল-স্থল ও অন্তরীক্ষে গমন বা বিচরণ করে থাকে।

শুধু হিন্দুই নয়, বৌদ্ধ ও জৈন ধর্মও এই দেবীর আরাধনার উল্লেখ পাওয়া যায়। রামায়ণেও দেবী সরস্বতীর অবদানের কথা উল্লেখ আছে।

বৈদিকযুগে তন্ত্রসিদ্ধি লাভের উদ্দেশ্যে নীলসরস্বতীর আরাধনার উল্লেখ পাওয়া যায়।