মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনিকে দেখলেই যে কেউ এক কথায় বলবে এই হল ন্যাচারাল বিউটি।
মাহিজায়া সাক্ষীর উজ্জ্বল ত্বকের আসল রহস্য DIY উপাদান।
অতীতে এক সাক্ষাৎকারে সাক্ষী জানিয়েছিলেন, ত্বকের যত্নে তিনি প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করা পছন্দ করেন।
সাক্ষী গ্লিসারিন ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে একটি DIY মাস্ক বানান। যা তাঁর ত্বককে সতেজ করে ও কোমল বানায়।
সাক্ষী সব সময় হালকা মেক আপ করেন। বেশিরভাগ সময় সাক্ষীকে দেখা যায় গাড় কাজল ও হালকা রংয়ের লিপস্টিক।
বিভিন্ন সময় সাক্ষীকে নো মেক আপ লুকেও দেখা গিয়েছে।
সাক্ষী বরাবর নিজের স্কিনকেয়ার রুটিন ফলো করেন। ত্বক সতেজ রাখতে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করেন।
ত্বকের আদ্রতা বজায় রাখার জন্য সাক্ষী সারাদিনে পর্যাপ্ত পরিমানে জল পান করেন।
ত্বকের পাশাপাশি সাক্ষী তাঁর চুলেরও যত্ন নেন। বিভিন্ন পোশাকের সঙ্গে সাক্ষীকে মাননসই হেয়ারস্টাইল করতে দেখা যায়।
সাক্ষীর সাদামাটা সাজ তাঁর ও ধোনির ভক্তদের ভীষণ পছন্দের। যে কারণে সাক্ষী কোনও ছবি শেয়ার করলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।