কাটরার ত্রিকুটা পাহাড়ের কোলে অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির সাধারণত দেবী দূর্গাকে উত্সর্গ করে নির্মিত।
বিখ্যাত এই হিন্দু মন্দিরে মহাকালী, মহাসরস্বতী ও মহালক্ষ্মী, এই তিন দেবীর মহামিলনের এক রূপ বিদ্যমান।
অসুরদের অত্যাচারের অবসান ঘটাতেই বৈষ্ণোদেবীর রূপ ধারণ করেছিলেন এই তিন মহাশক্তি।
রত্নাকরের কন্যা হয়ে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর নাম ছিল বৈষ্ণবী।
তিনি ছিলেন অত্যন্ত আধ্যাত্মিকপ্রবণ। তাই কঠোর তপস্যা করেও বছর কাটিয়ে দিয়েছিলেন।
বিশ্বাস করা হয়, শুধুমাত্র যারা দেবীর ডাক পান, তাঁরা তার মন্দিরে যাওয়ার সুযোগ পান।
ভগবান বিষ্ণুর প্রবল ভক্ত ছিলেন তিনি।