বাঙালি হিন্দু সমাজে জামাইষষ্ঠীর গুরুত্ব অনেক। সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের

এবছর জামাইষষ্ঠী পড়েছে ২৫ মে অর্থাৎ ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার

নতুন বস্ত্র, উপহার, ফল- ফলাদি, পান-সুপারি, ধান- দূর্বা, বাঁশের করুল, তালের পাখা, করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাইষষ্ঠী

এখন শাশুড়ি জামাই সকলেই ব্যস্ত, তাই অত ঘটা করে আর ষষ্ঠী পালনের সময় থাকে না

তবে জামাইকে পাঁচ ফল, নতুন জামা, ষষ্ঠীতলায় পুজো দেওয়া আর খাওয়া-দাওয়া তো থাকেই

এই দিন জামাইয়ের পাতে আম-জাম-কাঁঠাল-লিচু-তালশাঁস আর খেজুর দিতেই হয়

এছাড়াও মাছ, মাংস, মাটন, চিংড়ি, দই, মিষ্টি, পোলাও-সহ নানা খাবার সাজিয়ে দেওয়া হয় থালায়