অ্যালকোহল সেবনে মারাত্মক ক্ষতি হয় ত্বকের।

ত্বকের উপর লালচে দাগ, র‍্যাশ বের হতে দেখা যায়।

অ্যালকোহলের কারণে লিভার পরিষ্কার হয় না, যার প্রভাব ত্বকে দেখা যায়।

বয়সের আগেই ত্বক বুড়িয়ে যায়।

অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণে ত্বকের উপর বলিরেখা দেখা দেয়।

অ্যালকোহলের কারণে ওবেসিটি বাড়ে যার ফলে মুখও ফুলে যায়।

চোখের তলায় কালচে দাগ কিন্তু অ্যালকোহলের জন্যও হতে পারে।