মানিপ্ল্যান্ট দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু যত্নও তুলনামূলক ভাবে সোজা
বাস্তুশাস্ত্রে বলা হয় মানিপ্ল্যান্ট ঘরে রাখা খুবই শুভ
টবেও লাগাতে পারেন মানিপ্ল্যান্ট, আবার রাখতে পারেন জলের মধ্যেও
মানি প্ল্যান্ট যাতে কোনও ভাবে শুকিয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন
মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। ঘরোয়া তাপমাত্রাতেই মানিপ্ল্যান্ট ভাল থাকে
কাঁচের জারে মানিপ্ল্যান্ট রাখলে সেই জার আগে বালি দিয়ে ভর্তি করে নিন। তারপর জল আর রঙিন পাথরে সাজান
নরম মাটিতে মানি প্ল্যান্ট ভালো হয়। যদি মাটির মধ্যে এই গাছ লাগান তাহলে সপ্তাহে দু দিন জল দিলেই হবে