বিউটি টুলের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে জেড রোলার বা ফেস রোলার।
জেড রোলার যুগ যুগ ধরে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে।
জেড রোলার ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করে।
এটি ত্বকের মুখের রক্ত সঞ্চালন উন্নত করে।
পাশাপাশি এটি চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে।
সিরাম বা ফেস অয়েল মেখে তারপর মুখে জেড রোলার ব্যবহার করুন।
জেড রোলারকে সবসময় ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখবেন।