ব্রণ ও ব্রণর দাগ দুটোই দূর করে হলুদ।

পিগমেন্টেশন, ত্বকের দাগছোপ দূর করে দেয় হলুদ।

হলুদ দিয়ে রূপচর্চা করলে ত্বকের বার্ধক্য দ্রুত আসে না।

এমনকী চোখের নীচে কালচে দাগ দূর করে দেয় হলুদ।

হলুদকে আপনি ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।

পছন্দের উপাদান দিয়ে ফেসপ্যাক তৈরি করুন তাতে এক চিমটে হলুদ মিশিয়ে দিন।

কিংবা দুধের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়েও ত্বকের উপর লাগাতে পারেন।